
‘এখনো গেল না আঁধার, এখনো রহিল বাধা।’ মহামারী নামক এক মহাসংকট মনুষ্যজীবনের ওপর কৃষ্ণচ্ছায়া মেলে রেখেছে কিছুকাল। এখনও দ্বিধা ও সংশয় আমাদের কুণ্ঠিত রেখেছে। এই বিপরীত স্থিতিতে অবশ্য জীবন থেমে নেই। থেমে নেই জীবনের পাঠকৃতি সাহিত্যও। সাহিত্য কাল ও পরিসরের শ্রেষ্ঠ নির্যাস। সেই নির্যাস সংরক্ষণ প্রয়াসী আমরা। এই সংরক্ষণ প্রকল্পে আপনিও স্বাগত।