Search
Generic filters
Search
Generic filters
প্রতিভা সরকার

প্রতিভা সরকার

প্রতিভা সরকার এসময়ের অন্যতম শক্তিশালী কথাকার। ইংরেজি সাহিত্যের ছাত্রী এবং অধ্যাপক তিনি। অনেক বছর কাটিয়েছেন উত্তরবঙ্গে, ফলে সেই ভূখণ্ডের মানুষ, সমাজ এবং প্রকৃতির সঙ্গে তাঁর নিবিড় সম্পৃক্তি। আশির দশকে ‘মধুপর্ণী’ ও অন্যান্য পত্রপত্রিকায় নিয়মিত লিখলেও, একসময় এই জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন। দীর্ঘ বিরতি শেষে ফের সক্রিয় লেখালিখিতে এসেছেন বিগত কয়েক বছর। ‘ফরিশতা ও মেয়েরা’ তাঁর উল্লেখযোগ্য গল্পসংকলন। গল্পরচনার পাশাপাশি প্রায় নিয়মিত লিখে চলেছেন প্রবন্ধ আর মুক্তগদ্য।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ছোটগল্প: এপ্রিল ফুল

India’s First Bengali Daily Magazine. সেদিন ও আমার পাশের সিটে বসে অন্যমনস্কভাবে যখন বলল, ‘আপনাকে কেন যেন আমার খুব চেনা লাগে’, তখন আমি এত অভিভূত হয়ে পড়লাম যে এক গাল হেসে দেওয়া ছাড়া আর কিছুই বলতে পারলাম না। এত দিন ধরে যত কথা ভেবেছি সব একসঙ্গে কণ্ঠার কাছে ঠেলাঠেলি করলে কী আর পরিষ্কার করে কিছু বলা যায়! ও আর কথা না বাড়িয়ে ব্যাগ থেকে একটা বই বার করে পড়তে লাগল।

Read More »

কুহক

মনের শোকে মালতি পাগল হয়ে যেতে যেতে ঘরে রাখা দু-একটা শুকনো পান পাতা চিবিয়ে নেয়, তারপর আবার ভাতে ভাত রাঁধে, ছেঁড়া কাঁথা রোদে দেয়। কে যে তাকে দেখে নোনা ঝোপের আড়াল থেকে, বরজ অব্দি সবটা রাস্তা দৌড়ে যায় তার সঙ্গে সঙ্গে, জানতে পারলে মালতি তার কাছেই চলে যেত। এইসব ভাবতে ভাবতে আনচান করা শরীর আর অবশ মন নিয়ে মালতি শুঁড়িখানা থেকে বাপের ফেরার অপেক্ষায় দাওয়ায় বসে থাকে মাঝরাত অব্দি।

Read More »