এক অসামান্যার অবিস্মরণীয় কীর্তি-কথা
মীরাতুন নাহার
ভালভাষা উৎসব সংখ্যা ২০২৩। সেকালের শৈলবালা সমকালের সমস্যাদি কীভাবে ধরতে পেরে আজকের সমাজজীবনে দিশারী হওয়ার মতো আলো দেখাতে সক্ষম হয়েছিলেন— ভাবলে অকপট বিস্ময় বাধা মানে না। তিনি আমাদের সাহিত্যমহলের সক্ষম পূর্বসূরি— এ সত্য যেমন বিস্ময়কর তেমনই অবিশ্বাস্য মনে হয়! লিখেছেন মীরাতুন নাহার।