
কালীকৃষ্ণ গুহর কবিতা
কত দূর যাওয়া যায়?/ চারদিকে মানুষের/ কত দুঃখকষ্টের সংসার—/ কত পশুপাখি কীটপতঙ্গ/ কত অনাহার আর উনুনের ধোঁয়া/ কত আলোবাতাসের প্রকাশিত আনন্দ/ কত বন্ধুত্ব গড়ে ওঠা আর ভেঙে যাওয়া।// একদিন একজন অচেনা লোক/ এগিয়ে এসে বলেছিলেন,/ “চেনা চেনা লাগছে। কোথায় থাকেন?”/ কিন্তু প্রশ্নের উত্তর না শুনেই/ তিনি ভিড়ের মধ্যে মিলিয়ে গিয়েছিলেন।…