মীরাতুন নাহার
মীরাতুন নাহারের জন্ম উত্তর ২৪ পরগনার বৌলগাছি গ্রামে নানার বাড়িতে৷ লেডি ব্রেবোর্ন কলেজ থেকে দর্শনশাস্ত্রে স্নাতক৷ একই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর৷ কলকাতার ভিক্টোরিয়া কলেজে অধ্যাপনা করেছেন দীর্ঘকাল৷ সঙ্গে নিরন্তর সাহিত্য-সংস্কৃতি চর্চা ও পত্রিকা সম্পাদনা চালিয়ে গিয়েছেন৷ পাশাপাশি নারী ও সমাজকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা নিয়েছেন৷ নানা বিষয়ে অসংখ্য প্রবন্ধ, গল্প লিখে চলেছেন৷ তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ‘এক অনন্যসাধারণ ব্যক্তিত্ব : মৌলানা আবুল কালাম আজাদ’, ‘যুগজননী রোকেয়া : একটি জীবনী’, ‘সংখ্যালঘু মানবী আমি’, ‘দেশকন্যার কলমে’, ‘স্বাদবদলের গল্প’ ইত্যাদি৷ সম্পাদিত গ্রন্থ: ‘কৃতজ্ঞতার অশ্রুবিন্দু : গৌরী আইয়ুব স্মারক গ্রন্থ’, ‘রোকেয়া রচনা সংগ্রহ' (প্রথম সংস্করণ), ‘লুকানো রতন : রোকেয়া স্মারক বক্তৃতামালা’, ‘অন্তঃস্বর : মেয়েদের কথায় মেয়েরা’, ‘শর্মিলা’, ‘মতিচুর’ (প্রথম ও দ্বিতীয় খণ্ড), ‘রোকেয়া সাখাওয়াত হোসেন’ প্রভৃতি৷