Search
Generic filters
Search
Generic filters
সাত্যকি হালদার

সাত্যকি হালদার

সাত্যকি হালদারের জন্ম কলকাতায়। মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার সময় লেখালেখির শুরু। মূলত গল্পকার হিসেবেই এখন পর্যন্ত পরিচিতি। লিখেছেন উল্লেখযোগ্য পত্রপত্রিকায়। প্রথম বই সাহিত্য আকাদেমি থেকে প্রকাশিত গল্পসংকলন ‘কুড়িটি গল্প’। পরবর্তীতে লিখেছেন ‘ইছাই নদীর পালা’, ‘বন পরব’, ‘অনাগরিক’, ‘কৃষ্ণগহ্বর’ প্রভৃতি উপন্যাস। সম্পাদনা করেছেন ‘একাত্তরের রক্তস্মৃতি, মহিলাদের মৌখিক বয়ান’ গ্রন্থটি। ‘ইছাই নদীর পালা’ উপন্যাসের জন্য পেয়েছেন ‘সোপান’ পুরস্কার এবং একমাত্র নাটক ‘খরিস’-এর জন্য ‘সুন্দরম’ পুরস্কার।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ভাষা-প্রতিবেশী ও আমরা

India’s First Bengali Daily Magazine. সারা পৃথিবীর যে বাংলা ভাষা চর্চা তার তুলনায় আমাদের ভাষা-চর্চার অবস্থান কোথায়। আমরা কি মাতৃভাষার বেশিরভাগ ক্ষেত্রটাই দখল করে আছি! আমাদের তুলনায় বহির্পশ্চিমবঙ্গের ভাষা-আলোচনা কি নিতান্তই কম, নাকি আমরাই সামগ্রিকতার তুলনায় সীমায়িত অবস্থানে। বাঙালির প্রবাস বা পরবাস বা ভিন্ন-দেশ কি বাঙালিত্বের বৃহত্তর ও শক্তিশালী জায়গাটুকু দখল এবং লালন করে চলেছে? এই তুল্যমূল্য আলোচনার অভিমুখ অনেকটাই পড়শি বা শরিককে চিনে নেওয়ার চেষ্টায়, এই লক্ষ্যে যে, আজকের ইউরোপীয় ভাষা ও মার্কিনি সংস্কৃতির প্রাগ্রসরতার মধ্যে আমাদের ভাষাবান্ধবরা কে কোথায় দাঁড়িয়ে!

Read More »