Search
Generic filters
Search
Generic filters
গৌতম চৌধুরী

গৌতম চৌধুরী

গৌতম চৌধুরী কবি। তাঁর কবিতার বইগুলি হল: ‘কলম্বাসের জাহাজ’, ‘হননমেরু’, ‘পৌত্তলিক’, ‘অমর সার্কাস’, ‘চক্রব্যুহ’, ‘নদীকথা’, ‘আমি আলো অন্ধকার’, ‘সাঁঝের আটচালা’, ‘আধপোড়া ইতিহাস’, ‘অক্ষরশরীরে মহামাত্রা পাব বলে’, ‘নির্বাচিত কবিতা’, ‘আখেরি তামাশা’, ‘ঐতরেয়’, ‘উজানি কবিতা’, ‘ধ্যানী ও রঙ্গিলা’, ‘বনপর্ব’, ‘কে বলে ঈশ্বর গুপ্ত?’, ‘বাক্যের সামান্য মায়া’, ‘রাক্ষসের গান’, ‘কবিতাসংগ্রহ’, ‘ইতস্তত কয়েক কদম’, ‘বাজিকর আর চাঁদবেণে’, ‘দীনলিপি’, ‘টুকরা টুকরা গাঙ’, ‘আরবচৈত্রের দিন’। এছাড়া তাঁর কয়েকটি গদ্য ও নাটকের বইও রয়েছে। সম্পাদনা করেছেন ফল্গু বসুর ‘কবিতা সমগ্র’ ও চঞ্চল আশরাফের ‘কবিতা সংগ্রহ। সম্প্রতি ঢাকা থেকে বেরিয়েছে তাঁর ইং অনুবাদের বই ‘Words crave freedom from this suffocating beauty’।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

গৌতম চৌধুরীর কবিতাগুচ্ছ

India’s First Bengali Story Portal. দ্যাখো, ওই যে ছুটিয়া যাইতেছে কিছু গ্রহাণুপুঞ্জ। ভয়ের কিছু নাই। সবারই চলিবার রাস্তা পূর্বনির্ধারিত। ঘণ্টা-প্রহর কাঁটায় কাঁটায় মিলাইয়া, যে যাহার সাধনোচিত ধামে গমন করিবে। যত অনিশ্চয়তা মানুষের মনে। লম্বা জীবন কাটাইয়াও কিছুতে সে নিজেকে চিনিতে পারে না। চিনিবে কী করিয়া! মুখের সামনে আটপহর আটখানি আয়না ধরিয়া থাকিলে কি চলে? সব ফেলিয়া মাঝে মাঝে এইভাবে বেফিকির শূন্যের বুকে ঘুরিয়া বেড়াইতে হয়…

Read More »