গৌতম চৌধুরী
গৌতম চৌধুরী কবি। তাঁর কবিতার বইগুলি হল: ‘কলম্বাসের জাহাজ’, ‘হননমেরু’, ‘পৌত্তলিক’, ‘অমর সার্কাস’, ‘চক্রব্যুহ’, ‘নদীকথা’, ‘আমি আলো অন্ধকার’, ‘সাঁঝের আটচালা’, ‘আধপোড়া ইতিহাস’, ‘অক্ষরশরীরে মহামাত্রা পাব বলে’, ‘নির্বাচিত কবিতা’, ‘আখেরি তামাশা’, ‘ঐতরেয়’, ‘উজানি কবিতা’, ‘ধ্যানী ও রঙ্গিলা’, ‘বনপর্ব’, ‘কে বলে ঈশ্বর গুপ্ত?’, ‘বাক্যের সামান্য মায়া’, ‘রাক্ষসের গান’, ‘কবিতাসংগ্রহ’, ‘ইতস্তত কয়েক কদম’, ‘বাজিকর আর চাঁদবেণে’, ‘দীনলিপি’, ‘টুকরা টুকরা গাঙ’, ‘আরবচৈত্রের দিন’। এছাড়া তাঁর কয়েকটি গদ্য ও নাটকের বইও রয়েছে। সম্পাদনা করেছেন ফল্গু বসুর ‘কবিতা সমগ্র’ ও চঞ্চল আশরাফের ‘কবিতা সংগ্রহ। সম্প্রতি ঢাকা থেকে বেরিয়েছে তাঁর ইং অনুবাদের বই ‘Words crave freedom from this suffocating beauty’।