Search
Generic filters
Search
Generic filters
চিরঞ্জয় চক্রবর্তী

চিরঞ্জয় চক্রবর্তী

চিরঞ্জয় চক্রবর্তীর জন্ম, শিক্ষাদীক্ষা কলকাতায়। পেশায় ব্যবসায়ী তিনি, নিজেকে মোমবাতিওয়ালা বলতে ভালবাসেন। লেখালিখির শুরু ১৯৭৯-এর শেষদিকে। গণিতের ছাত্র হলেও জন্মেছেন সংস্কৃত ভাষার পরিমণ্ডলে। আয়ত্ত করেছেন প্রাচীন বাংলার পুঁথিপাঠের কৃৎকৌশল। কয়েকজন অঙ্কের ছাত্র বন্ধুকে নিয়ে গাণিতিক সাহিত্যের মুখপত্র ‘ছয়’ পত্রিকার প্রকাশ শুরু করেন। জার্মান ভাষা শিখে তা নিয়ে কাজও করেছেন। তিনি ‘শিশুমেলা’ নামক পত্রিকার সহ-সম্পাদক। ইতিমধ্যে তাঁর বেশ কয়েকটি গল্পগ্রন্থ ও উপন্যাস প্রকাশিত হয়েছে। গল্প-উপন্যাসের পাশাপাশি দীর্ঘদিন ধরে রামায়ণ নিয়ে চর্চা ও লেখালিখি করে চলেছেন, এ বিষয়েও তাঁর প্রবন্ধগ্রন্থ রয়েছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ছোটগল্প: পোস্টকার্ড

India’s First Bengali Daily Journal. অনেক ভাবনাচিন্তা করে অপা আমার ছোটবেলার ক্রেয়নের বক্সটা চাইল। তাতে বিভিন্ন রঙের ছোট ছোট টুকরো ছিল। অপাই গুছিয়ে রেখেছিল। কোনও কিছু ফেলত না, সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখত। অপরের সংসারে কয়েকদিনের জন্য থেকেও সব গুছিয়ে দিত। টিনের সেই ক্রেয়নের বাক্সটা অপা নিয়ে গেল। যখন বিরাটী যেত, পোস্টকার্ডে বড় বড় করে লিখত ‘বিরাটী’। ওখান থেকে টালিগঞ্জ গেলে গোটা গোটা অক্ষরে লিখত ‘টালিগঞ্জ’। বিরাটী লাল, টালিগঞ্জ সবুজ, বেহালা হলুদ বা হরিদেবপুর খয়েরি রঙে সেজে আমাদের কাছে আসত।

Read More »