চিরঞ্জয় চক্রবর্তী
চিরঞ্জয় চক্রবর্তীর জন্ম, শিক্ষাদীক্ষা কলকাতায়। পেশায় ব্যবসায়ী তিনি, নিজেকে মোমবাতিওয়ালা বলতে ভালবাসেন। লেখালিখির শুরু ১৯৭৯-এর শেষদিকে। গণিতের ছাত্র হলেও জন্মেছেন সংস্কৃত ভাষার পরিমণ্ডলে। আয়ত্ত করেছেন প্রাচীন বাংলার পুঁথিপাঠের কৃৎকৌশল। কয়েকজন অঙ্কের ছাত্র বন্ধুকে নিয়ে গাণিতিক সাহিত্যের মুখপত্র ‘ছয়’ পত্রিকার প্রকাশ শুরু করেন। জার্মান ভাষা শিখে তা নিয়ে কাজও করেছেন। তিনি ‘শিশুমেলা’ নামক পত্রিকার সহ-সম্পাদক। ইতিমধ্যে তাঁর বেশ কয়েকটি গল্পগ্রন্থ ও উপন্যাস প্রকাশিত হয়েছে। গল্প-উপন্যাসের পাশাপাশি দীর্ঘদিন ধরে রামায়ণ নিয়ে চর্চা ও লেখালিখি করে চলেছেন, এ বিষয়েও তাঁর প্রবন্ধগ্রন্থ রয়েছে।