
নোবেল বিজয়িনীদের কথা ও সাহিত্য
বাক প্রতিষ্ঠা করেন প্রথম আন্তর্জাতিক সন্তান পালক সংস্থা। প্রতিষ্ঠা করেন ‘ওয়েলকাম হাউস’, যেখানে পাঁচ হাজার নিঃস্ব অভিভাবকহীন সন্তান স্থান পায়। এরপর তিনি অন্যান্য আরও সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি আমেরিকার বর্ণবাদ প্রথা নিয়েও সোচ্চার ছিলেন। নারীর অধিকারেও মুখর ছিল তাঁর চিন্তা। বিভিন্ন জায়গায় আমেরিকান সৈন্যদের অবাঞ্ছিত সন্তান ও তাদের অধিকার নিয়েও ছিল তাঁর মাথাব্যথা।