Search
Generic filters
Search
Generic filters
সৌগত রায় বর্মন

সৌগত রায় বর্মন

সৌগত রায় বর্মন লেখক, কবি এবং চিত্র পরিচালক। সাংবাদিক ও চিত্র সাংবাদিকতা করেছেন দীর্ঘকাল। তাঁর পরিচালিত চলচ্চিত্র ‘৯০ ঘণ্টা’ এবং ‘তবে তাই হোক’। দূরদর্শন কেন্দ্র কলকাতার জন্য বানিয়েছেন টেলিফিল্ম ‘রবীন্দ্রনাথের চতুরঙ্গ’। এছাড়াও ই টিভি প্রযোজিত অসংখ্য রহস্য গল্পের চিত্রনাট্যকার ও পরিচালক তিনি। তাঁর প্রকাশিত কবিতার বই ‘ইতি ভবদিও’, ‘বর্ণ সংকর’ এবং উপন্যাস ‘ভয় চাই ভয়’।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চম্বল: দস্যুদের আপন দেশে

বেহড়ের আশপাশ দিয়ে টানা আট থেকে নয় ঘণ্টা উটের পিঠে চেপে সে এক দুরন্ত অভিজ্ঞতা। ক্লান্ত ও বিধ্বস্ত অবস্থায় এসে পৌঁছনো গেল মান সিংয়ের গ্রাম উত্তরপ্রদেশের আগ্রা জেলার ‘খেরা রাঠোর’। পুলিশের গুলিতে মান সিং মারা গেছেন ছয়ের দশকে। সেই মান সিং, যিনি ১১১২টি ডাকাতি, ১৮৫টি খুন এবং ৩২ জন পুলিশকর্মীকে হত্যা করেছিলেন বলে মনে করা হয়। কিন্তু যার সঙ্গে দেখা হল তিনিও খুঁখার ডাকু নবাব সিং। মান সিংয়ের বড় ভাই। চম্বলের মানুষ যাকে ‘বড়ে বাবা’ বলে ডাকেন।

Read More »