Search
Generic filters
Search
Generic filters
দেবদাস রজক

দেবদাস রজক

দেবদাস রজক কবিতা রচনার পাশাপাশি ছোটগল্প, প্রবন্ধ লেখেন। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর এবং কাব্যসাহিত্যে গবেষণা (এম. ফিল.) সম্পূর্ণ করে বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত। চিত্রশিল্পী হিসেবেও পরিচিতি তিনি। বিভিন্ন কাব্য সংকলন এবং পত্রপত্রিকায় নিয়মিত লেখেন। পেয়েছেন ‘পণ্ডিত দাদাঠাকুর স্মৃতি’ পুরস্কার।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

দেবদাস রজকের একগুচ্ছ কবিতা

এ পাড়ায় প্রবল শব্দ হচ্ছে ক’দিন থেকে/ কাকেরা ডাকছে, দিনভর ডাকছে/ বাড়ির ছাদ ভাঙে, পুকুর ভরাট, গাছের পোড়াগন্ধ/ ধোঁয়ায় ধোঁয়ায় কটু চিৎকার,/ ওই মাঠে দিগন্তে নীলঘুড়ি কেটে যায়,/ ওরা কাঁদছে, বাড়ি ফিরে আসে…/ সন্ধ্যা ঘনিয়ে তারপর/ কত ধূমকেতু তারাদের আওয়াজ/ রক্তের স্রোতে মিশে যায়/ আজ হেমন্ত। শীতের রোদ্দুর এল না উঠোনে/ বাতায়নে বসে মানুষের শব্দ খুঁজি কান পেতে

Read More »