
দেবদাস রজকের একগুচ্ছ কবিতা
এ পাড়ায় প্রবল শব্দ হচ্ছে ক’দিন থেকে/ কাকেরা ডাকছে, দিনভর ডাকছে/ বাড়ির ছাদ ভাঙে, পুকুর ভরাট, গাছের পোড়াগন্ধ/ ধোঁয়ায় ধোঁয়ায় কটু চিৎকার,/ ওই মাঠে দিগন্তে নীলঘুড়ি কেটে যায়,/ ওরা কাঁদছে, বাড়ি ফিরে আসে…/ সন্ধ্যা ঘনিয়ে তারপর/ কত ধূমকেতু তারাদের আওয়াজ/ রক্তের স্রোতে মিশে যায়/ আজ হেমন্ত। শীতের রোদ্দুর এল না উঠোনে/ বাতায়নে বসে মানুষের শব্দ খুঁজি কান পেতে