Search
Generic filters
Search
Generic filters
জ্যোতিষ্মতী দেব

জ্যোতিষ্মতী দেব

রানি জ্যোতিষ্মতী দেব কবি। তাঁর জন্মদিন এবং মৃত্যুদিন অজানা। তবে ১৮৬৬ খ্রিস্টাব্দ তাঁর জন্মসাল বলে অনুমান। তিনি ছিলেন রাজা বিনয়কৃষ্ণ দেব বাহাদুরের স্ত্রী এবং কুমার প্রমোদকৃষ্ণ দেব বাহাদুরের মা। ‘মালা’ ও ‘সাজি’ নামে জ্যোতিষ্মতীর দুটি কাব্যগ্রন্থের সন্ধান পাওয়া যায়। ‘সাজি’ প্রকাশিত হয় ১৩২৩ বঙ্গাব্দে (১৯১৬ খ্রিস্টাব্দ) এবং এই গ্রন্থের ভূমিকা লিখে দিয়েছিলেন কলকাতা সাহিত্য সভার সরোজরঞ্জন বন্দ্যোপাধ্যায়।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

রানি জ্যোতিষ্মতী দেবের কবিতা

India’s First Bengali Daily Magazine. হরষিত সবে এই শরৎ সময়।/ হইয়াছে ধরাতল আনন্দিতময়॥/ পথ ঘাট মাঠ কিবা নব দূর্ব্বাদলে।/ আবরিত রহিয়াছে কিবা সুকৌশলে॥/ পাতিয়া রেখেছে ধরা হরিৎ আসন।/ সুশিল্পীর কারুকার্য্য করি প্রদর্শন॥/ কাহারে বসিতে দিবে ভাবিয়া সে মনে।/ বিছাইয়া রাখিয়াছে অতীব যতনে॥/ ফুটিয়াছে নানা জাতি সুরভি কুসুম।/ সুবাসেতে মোহে প্রাণ শোভা মনোরম॥/ কাশ কুসুমের শোভা কাননে অতুল।/ রক্ত জবা নাগেশ্বর পারুল বকুল॥/ অতসি অপরাজিতা করবী সেফালি।/ কুন্দ কুসুমের শোভা শিরীষ বান্ধুলি॥/ গন্ধরাজ চাঁপা গ্যাঁদা ফুটে কৃষ্ণকলি।/ দোপাটির পরিপাটি হেরি যে কেবলি॥/ লয়ে এই সুরভিত কুসুমসম্ভার।/ কাহার চরণে যেন দিবে উপহার॥

Read More »