
রানি জ্যোতিষ্মতী দেবের কবিতা
India’s First Bengali Daily Magazine. হরষিত সবে এই শরৎ সময়।/ হইয়াছে ধরাতল আনন্দিতময়॥/ পথ ঘাট মাঠ কিবা নব দূর্ব্বাদলে।/ আবরিত রহিয়াছে কিবা সুকৌশলে॥/ পাতিয়া রেখেছে ধরা হরিৎ আসন।/ সুশিল্পীর কারুকার্য্য করি প্রদর্শন॥/ কাহারে বসিতে দিবে ভাবিয়া সে মনে।/ বিছাইয়া রাখিয়াছে অতীব যতনে॥/ ফুটিয়াছে নানা জাতি সুরভি কুসুম।/ সুবাসেতে মোহে প্রাণ শোভা মনোরম॥/ কাশ কুসুমের শোভা কাননে অতুল।/ রক্ত জবা নাগেশ্বর পারুল বকুল॥/ অতসি অপরাজিতা করবী সেফালি।/ কুন্দ কুসুমের শোভা শিরীষ বান্ধুলি॥/ গন্ধরাজ চাঁপা গ্যাঁদা ফুটে কৃষ্ণকলি।/ দোপাটির পরিপাটি হেরি যে কেবলি॥/ লয়ে এই সুরভিত কুসুমসম্ভার।/ কাহার চরণে যেন দিবে উপহার॥