Search
Generic filters
Search
Generic filters
মোস্তফা অভি

মোস্তফা অভি

মোস্তফা অভির জন্ম বাংলাদেশের পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই গ্রামে। ঢাকা কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স সহ এম এ। পেশায় ব্যাংকার। প্রকাশিত গল্পগ্রন্থ তিনটি। ‘বাজপাখির পুনর্জন্ম’, ‘সিএস খতিয়ান ও একটি মামলার ইতিবৃত্ত’, ‘বেড়ালের কোয়ারেন্টাইন’। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় বেশ কিছু গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মৈথুনকাল

ফাল্গুনের রাতের মাদকতা ছোরাপকে আরও বেশি উদাস করে তোলে। সে মগজের গভীরে সুখ সুখ অনুভবে বুঁদ হয়ে থাকে কিছুক্ষণ। তার মাথার ওপর ক্ষয়ে যাওয়া হলদেটে চাঁদ। হালটের খেতের ওপর উদাস করা ফাল্গুনী হাওয়া। সে বিলের মাঝ বরাবর ছিলার পথ ধরে বকুলের মায়ের বাড়ির টিমটিমে আলোর নিশানা ধরে হাঁটে। তার সঙ্গে হাঁটতে থাকে দূরের তারাগুলো আর পথচলা নিজের ছায়া। ছায়াটা ছোরাপকে প্রশ্ন করে, নদীর ধারে দাঁড়িয়ে শরীর ঝাঁকিয়ে সে যে কাণ্ডটা করেছে ছায়ার কাছে সেই দৃশ্যটি গুপ্ত কিছু নয়।

Read More »