
সপ্তর্ষি হোড়ের একগুচ্ছ কবিতা
লেখারও বিষ আছে,/ লেখককে সে দংশায়৷/ ছটফট করতে থাকে লেখক,/ ভুলে ভুলে ছিন্ন হতে থাকে স্বাভাবিক যাপন।/ অন্তঃসত্ত্বা পশুর মত খুঁজতে থাকে গহ্বর,/ নির্জন পৃথিবীর কোণ, গাছের আড়াল৷/ ঝগড়াঝাটি, বকুনি, তিরস্কার শেষে,/ প্রসব শেষে বিষ জন্মায় অমৃত হয়ে৷/ অমৃত পান করে ঋদ্ধ হয় পাঠক,/ একমাথা খোলা আকাশ হয়ে ভেসে যায় লেখক৷/ এসো এসো, আরও আরও দংশন করো!/ আহা! লেখা এক অমৃত সর্প, অমৃত সর্প৷