
বানভাসি
নিজেদের ঘরদোর ছেড়ে চলে আসার দুঃখ ছাপিয়ে উপোসী ছেলেটার মনে একটা খুশির ভাব টলটল করে সারাক্ষণ। বেশ ক’দিনের জন্যে নিশ্চিন্তি। বিনি পয়সায় ভরপেট সরকারি খাবার পাওয়া যাবে। একটা গোপন সুখের চিন্তা ছেলেটা তারিয়ে তারিয়ে উপভোগ করে। উপর দিকে তাকিয়ে মেঘের ঘনত্ব পরখ করার চেষ্টা করে সে একবার। তারপর মনে মনে প্রাণপণ প্রার্থনা করে— ‘ভগবান, এ বর্ষা তুমি থামিয়ো না কখনও।’