
সুকৃতি সিকদারের কবিতা
সমস্ত কঁকিয়ে ওঠা থেমে গেলে নুনে/ কথা বলে ওঠে কিছু জল।/ জীবাশ্ম আসল থেকে চিরকাল দামি/ মণিদের প্রতিটা আসরে।// চকমকি পাথর বিক্রেতা/ রঙিন জালের জলে তোমাকে হারায়।// তোমার আয়নাখানি চিড় ধরে গেছে।/ রূপার প্রলেপ যেইদিকে/ খেয়ে গেছে ধরার ধারণা।/ আর কে আমাকে পাবে হিমে?// গজল শোনার অছিলায় রাতে কিছু/ জোনাকি তীরের মতো গান গেয়ে যায়।