Search
Generic filters
Search
Generic filters
মণিশংকর বিশ্বাস

মণিশংকর বিশ্বাস

মণিশংকর বিশ্বাস কবি। এবং প্রাবন্ধিক। তাঁর প্রথম কবিতা সংকলন ‘নম্র বৈশাখী ও নীলিমার অন্যান্য আয়োজন’। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ‘চন্দনপিঁড়ি’, ‘অশ্রুতরবার’, ‘সৌম্য যেভাবে আকাশ দেখেছিল’ এবং ‘অশ্রুত রবার ফুল’।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মণিশংকর বিশ্বাসের গুচ্ছকবিতা

India’s First Bengali Daily Magazine. বিবাহিতা প্রেমিকার মতো আমাকে ভুলে গেছ?/ যথাযথ ভালবাসা অথবা নিঃশব্দে প্রতারণা আমি তো পারিনি।/ আজ দূর থেকে মহর্ষি বটের ফাঁক দিয়ে/ ইতিউতি সূর্যাস্তের মতো/ তোমার আদুরে মুখ মনে পড়ে।/ ঝিলের কিনারে কুয়াশালাঞ্ছিত টালির বাড়িটির মতো/ সেও ঘুমন্ত আজ; ভান?/ কিছুই বুঝি না/ কিছুই বুঝি না— বাংলা-অনার্স ক্লাসের মেয়ে

Read More »

মণিশংকর বিশ্বাসের কবিতা

তারপর একদিন সূর্যোদয়ের আগে শুরু করব ট্রেকিং/ মধ্যাহ্নের একটু পরেই পৌঁছে যাব সূর্যাস্ত চূড়ায়—/ যেখানে মন্দির তোমার,/ চিৎকৃত নৈঃশব্দ্য দিয়ে গড়া/ ধূসর বেদির উপরে বিশাল এক ঘণ্টা, দেবতার কানের মত/ তার ঠিক নিচে বসে কাঁদব আমরা/ ফেলে আসা নদী, বজরা খেত, ভেড়ার খামার/ পাহাড়তলির চায়ের দোকানটির জন্য—/ আমরা কাঁদব প্রেম, অভিজ্ঞান, আমাদের শৈশব,/ এমনকি সূর্যমুখী খেতে ফেলে আসা মরদেহটির জন্য

Read More »