
মণিশংকর বিশ্বাসের কবিতাগুচ্ছ
ব্যাকুল হাওয়া, ছোট ঘূর্ণি, শুকনো পাতার উড়ে আসাযাওয়া/ তোমাকে পাওয়া যায়, বোঝা যায় না—// এটুকুই বুঝেছি
ব্যাকুল হাওয়া, ছোট ঘূর্ণি, শুকনো পাতার উড়ে আসাযাওয়া/ তোমাকে পাওয়া যায়, বোঝা যায় না—// এটুকুই বুঝেছি
ভালভাষা উৎসব সংখ্যা ২০২৩|| মণিশংকর বিশ্বাসের কবিতা।
India’s First Bengali Daily Magazine. বিবাহিতা প্রেমিকার মতো আমাকে ভুলে গেছ?/ যথাযথ ভালবাসা অথবা নিঃশব্দে প্রতারণা আমি তো পারিনি।/ আজ দূর থেকে মহর্ষি বটের ফাঁক দিয়ে/ ইতিউতি সূর্যাস্তের মতো/ তোমার আদুরে মুখ মনে পড়ে।/ ঝিলের কিনারে কুয়াশালাঞ্ছিত টালির বাড়িটির মতো/ সেও ঘুমন্ত আজ; ভান?/ কিছুই বুঝি না/ কিছুই বুঝি না— বাংলা-অনার্স ক্লাসের মেয়ে
তারপর একদিন সূর্যোদয়ের আগে শুরু করব ট্রেকিং/ মধ্যাহ্নের একটু পরেই পৌঁছে যাব সূর্যাস্ত চূড়ায়—/ যেখানে মন্দির তোমার,/ চিৎকৃত নৈঃশব্দ্য দিয়ে গড়া/ ধূসর বেদির উপরে বিশাল এক ঘণ্টা, দেবতার কানের মত/ তার ঠিক নিচে বসে কাঁদব আমরা/ ফেলে আসা নদী, বজরা খেত, ভেড়ার খামার/ পাহাড়তলির চায়ের দোকানটির জন্য—/ আমরা কাঁদব প্রেম, অভিজ্ঞান, আমাদের শৈশব,/ এমনকি সূর্যমুখী খেতে ফেলে আসা মরদেহটির জন্য