Search
Generic filters
Search
Generic filters
যুধাজিৎ সেনগুপ্ত

যুধাজিৎ সেনগুপ্ত

যুধাজিৎ সেনগুপ্ত প্রখ্যাত চিত্রশিল্পী। প্রায় পাঁচ দশক জুড়ে তিনি বাংলার শ্রেষ্ঠ অলংকরণ শিল্পীদের একজন। তাঁর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে বিখ্যাত সব বই, প্রকাশনা সংস্থার নাম। এখনও তিনি সমানভাবে কাজ করে চলেছেন। শুধু ছবিতে নয়, লেখার ক্ষেত্রেও তাঁর কেমন দক্ষতা তা এই গল্পের মাধ্যমে বোঝা যায়। তিনি উজ্জ্বল ও আনন্দের রং ভালবাসেন। তাঁর মন বালকের আকাশ দেখার মত।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

সেই আমার বাড়িটা

কী আশ্চর্য এরকম কি দেখেছি কখনও? ওর চোখের মণিতে ভেসে উঠেছে বাড়িটার ছায়া। আরও আশ্চর্য যে বাড়িটার ছবিটা পালটে পালটে যাচ্ছে। লাল টালির ছাতটা ছেয়ে গেল আনন্দ রঙের বোগেনভিলিয়ায়। দরজা জানালার কটকটে সবুজ রংটা উধাও হয়ে কখন একটা নরম আলো পড়া রং ফুটে উঠল। আর দরজা জানালাগুলো যেন কে এসে হাট করে সব খুলে দিল। উৎকট বেগুনি রঙের পর্দাগুলি হঠাৎ কী মন্তরে শান্তিনিকেতনী পর্দা হয়ে হাওয়ায় উথালপাথাল করতে লাগল। আর তখনই প্রায় চিৎকার করে উঠলাম, আরে এই তো আমার সে হারানো বাড়ি!

Read More »