Search
Search
শতদ্রু মজুমদার

শতদ্রু মজুমদার

শতদ্রু মজুমদারের জন্ম ১৯৫৯ সালে। লেখালেখি কলেজজীবন থেকে। ছোটগল্প (ছোটদের গল্প সহ)-এর সংখ্যা প্রায় এক হাজার। বাংলা ভাষায় প্রকাশিত প্রায় সব দৈনিক সংবাদপত্রে তাঁর গল্প প্রকাশিত হয়েছে। লিটল ম্যাগাজিনেও বহু লেখা প্রকাশিত। প্রকাশিত গ্রন্থ নয়টি। অগ্রন্থিত উপন্যাস দুটি।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বাংলা সাহিত্যের ইতিহাসে ‘এক্ষণ’ পত্রিকা: একটি ধ্রুবতারা

India’s First Bengali Daily Journal. ‘এক্ষণ’ পত্রিকা ছিল যাবতীয় আন্দোলনের বাইরে। মনে রাখতে হবে, পত্রিকাগোষ্ঠীর লক্ষ্য ছিল সৃষ্টি, চমক নয়! এই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিই এক্ষণকে বিশেষ করেছে। উদ্দেশ্য সাহিত্য। উদ্দেশ্য আন্দোলন নয়। পত্রিকার সযত্ন সম্পাদনা এই কথাই প্রমাণ করে। দু-একটি ব্যতিক্রম ছাড়া এই পত্রিকা ছিল মূলত প্রবন্ধের। আজকের দিনে একথা ভাবা প্রায় অসম্ভব। তবে গল্প-কবিতা-নাটক-উপন্যাস-চিত্রনাট্য এবং স্মৃতিকথাও অনেক ছাপা হয়েছে। দু-একটি ব্যতিক্রম ছাড়া এক্ষণ পত্রিকায় মূলত তরুণ লেখকদের লেখাই প্রকাশ হত।

Read More »
Generic filters
Generic filters