Search
Generic filters
Search
Generic filters
মার্সেলো মাস্তো

মার্সেলো মাস্তো

মার্সেলো মাস্তো টরেন্টোর ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের অধ্যাপক। সমাজতান্ত্রিক চিন্তাভাবনা ও শ্রমিক শ্রেণির আন্দোলন— এই বিষয়গুলির ওপরে তিনি একজন বিদগ্ধ পণ্ডিত। তাঁর লেখা বিশ্বের অন্তত ২৫টি ভাষায় অনূদিত হয়েছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

যুদ্ধ এবং বাম বিশ্ব

India’s First Bengali Daily Magazine. রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বাম বিশ্বকে আবার দ্বিধায় ফেলেছে, কীভাবে তারা প্রতিক্রিয়া জানাবে যখন একটা দেশেরই সার্বভৌমত্ব আক্রমণের মুখে পড়েছে। যেমন ভেনেজুয়েলার সরকার রাশিয়ার আক্রমণকে নিন্দা না করে ভুল করেছে এবং আমেরিকার সম্ভাব্য আক্রমণকে যখন নিন্দা করবে তখন তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। বিংশ শতাব্দীতে বাম শক্তিগুলির এটা শেখা উচিত ছিল যে, শত্রুর শত্রু-র সঙ্গে জোট সম্ভাব্য কিছু প্রতিযুক্তির সামনে দাঁড় করিয়ে দেয় মূলত এমন একটি সময়ে যখন প্রগতিশীল শক্তি রাজনৈতিকভাবে দুর্বল, তত্ত্বগতভাবে দ্বিধান্বিত এবং গণ আন্দোলনের সাহায্য পাচ্ছে না।

Read More »