
যুদ্ধ এবং বাম বিশ্ব
India’s First Bengali Daily Magazine. রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বাম বিশ্বকে আবার দ্বিধায় ফেলেছে, কীভাবে তারা প্রতিক্রিয়া জানাবে যখন একটা দেশেরই সার্বভৌমত্ব আক্রমণের মুখে পড়েছে। যেমন ভেনেজুয়েলার সরকার রাশিয়ার আক্রমণকে নিন্দা না করে ভুল করেছে এবং আমেরিকার সম্ভাব্য আক্রমণকে যখন নিন্দা করবে তখন তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। বিংশ শতাব্দীতে বাম শক্তিগুলির এটা শেখা উচিত ছিল যে, শত্রুর শত্রু-র সঙ্গে জোট সম্ভাব্য কিছু প্রতিযুক্তির সামনে দাঁড় করিয়ে দেয় মূলত এমন একটি সময়ে যখন প্রগতিশীল শক্তি রাজনৈতিকভাবে দুর্বল, তত্ত্বগতভাবে দ্বিধান্বিত এবং গণ আন্দোলনের সাহায্য পাচ্ছে না।