
ছোটগল্প: ভালবাসার সমুদ্র
ভালভাষা উৎসব সংখ্যা ২০২৩। তূর্য কিছুক্ষণ কী যেন ভাবল। তারপর বলল, আমি নিজেকে চিনি অনীশ। তৃষাকেও চিনি, তবে সেটা আমার মতো করে। কিন্তু কী করে তোদের বোঝাই, ভালবাসা বলতে তোরা যেটা মিন করিস, সেটা আমার কল্পনার সঙ্গে মেলে না। লিখেছেন অরুণ কর।