সুনন্দ অধিকারী
সুনন্দ অধিকারী প্রধানত কবিতা চর্চায় আগ্রহী। তবে বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর গল্পও প্রকাশিত হয়। এছাড়া দৈনিক কাগজে প্রায় নিয়মিত তাঁর উত্তর সম্পাদকীয় প্রকাশিত হয়। দেশ, কৃত্তিবাস, পরিচয়, চতুরঙ্গ, কথাসাহিত্য, সৃষ্টির একুশ শতক ইত্যাদি পত্রিকা সহ অন্যান্য পত্রপত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। প্রকাশিত কাব্যগ্রন্থ ৬টি।