Search
Generic filters
Search
Generic filters
নীহারুল ইসলাম

নীহারুল ইসলাম

নীহারুল ইসলামের জন্ম মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানার হরহরি গ্রামে মাতুলালয়ে। বর্তমানে সীমান্ত-শহর লালগোলায় বসবাস। নব্বইয়ের দশকের প্রথমেই লেখালেখি শুরু। বহরমপুরের ‘রৌরব’ পত্রিকায় প্রথম গল্প ‘ফুলি’ প্রকাশ। তার আগে ‘দেশ’ পত্রিকায় কবিতা ‘জন্মান্তর বৃত্তান্ত’ প্রকাশের মধ্যে দিয়ে বৃহত্তর পাঠকসমাজে আত্মপ্রকাশ। এযাবৎ প্রায় চার শতাধিক গল্পের রচয়িতা। স্কুলছুট ছাত্রছাত্রীদের শিক্ষাদান আর সাহিত্যচর্চা সবসময়ের কাজ। ‘খোঁজ’ নামে একটি অনিয়মিত সাহিত্য সাময়িকী সম্পাদনা করেন। সাহিত্য আকাদেমির ট্রাভেল গ্রান্ট পেয়ে জুনিয়র লেখক হিসাবে কেরল ভ্রমণ করেছেন। পেয়েছেন বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক ‘ইলা চন্দ স্মৃতি পুরস্কার’, ‘ট্যাকের মাঠে মাধবী অপেরা’ গল্পগ্রন্থটির জন্য পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রবর্তিত ‘সোমেন চন্দ স্মারক পুরস্কার’, ভারত বাংলাদেশ সাহিত্য সংহতি সম্মান ‘উত্তর বাংলা পদক’, কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরী ও গবেষণা কেন্দ্র প্রদত্ত ‘শ্রীমতী লিপি সরকার নিবেদিত ছোটগল্পকার সম্মাননা’, ‘গল্পমেলা পুরস্কার’, ‘মল্লার সম্মান’ এবং আলিয়া বিশ্ববিদ্যালয় প্রদত্ত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা’ প্রভৃতি।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ছোটগল্প: ছুটি

India’s First Bengali Daily Magazine. আব্বা যেদিন তাকে নিয়ে এসেছিল এই মিশন স্কুলে, সেই দিনটাকেও খুব মনে আছে রোহণের। তাকে নিয়ে আব্বার যে স্বপ্ন— লেখাপড়া করে মানুষের মত মানুষ হওয়া! আব্বা সেই ব্যাপারেই সারাটা পথ তাকে জ্ঞান দিয়েছিল। যদিও সেসব কিছুই তার কানে ঢোকেনি। সে তখন ভাবছিল তার গ্রামের স্কুলের কথা, বন্ধুবান্ধবের কথা, পাড়াপড়শির কথা, আত্মীয়স্বজনদের কথা। সবাইকে ছেড়ে আসতে তার খুব কষ্ট হয়েছিল। কিন্তু আব্বার ইচ্ছের কাছে তার সেই কষ্টের কোনও মূল্য ছিল না সেদিন।

Read More »