মৈনাক দাসের কয়েকটি কবিতা


মৈনাক দাস
India's First Bengali Story Portal. কনকনে বিষন্ন-সিরিঞ্জ দেখে/ ফুলের মাংস মিনমিনে।// মুগ্ধতার গাছে ফুটেছে বিপদফুল// জোনাকির তারুণ্য আস্তে আস্তে নিভে যাচ্ছে// গা থেকে সরে যাচ্ছে বর্ণের পরিচয়// পাখি ওড়ার বদলে অভিমান-লাইন ধরে/ এসে থেমেছে উপগ্রহের মেট্রোরেল;// কান্নার ঝাঁঝ শুনে মশলার থার্মোমিটারে বেড়েছে পারদ!// বিনোদনের ঠোঙায় ভর্তি নীল লজেন্স// এখন স্মৃতিহীনা অন্ধ অপেক্ষা করছে চুমুর/ মাংসাশী ফুলের নয়—/ নিকোটিনের।