পূর্ণেন্দু মিশ্রর কবিতাগুচ্ছ
India’s First Bengali Daily Magazine. ইচ্ছেরা আসলে এক ডানাওয়ালা পাখি,/ ইচ্ছেরা আসলে জাদুপরী এক।/ তা নইলে কীভাবে সে রঙিন স্বপ্ন আঁকে।/ কীভাবে উড়ে দূর পাড়া গাঁ-দেশে, নিরুদ্দেশে,/ কিংবা নরম মাটির গন্ধে—/ পাহাড়ি বরফভেজা লতাগুল্ম ছোঁয়,/ হরিণের খুরে নতুন দ্বীপের করে খোঁজ,/ ইচ্ছেরা শিকল ভাঙে বলেই তো।