Search
Generic filters
Search
Generic filters
গালিব উদ্দিন মণ্ডল

গালিব উদ্দিন মণ্ডল

গালিব উদ্দিন মণ্ডলের জন্ম ও বাস পশ্চিমবঙ্গের হুগলি জেলার জাঙ্গিপাড়া গ্রামে। তাঁর প্রকাশিত কবিতাগ্রন্থ: ‘মাটির কলস’, ‘সমা ও সময়যান’, ‘বাবাস্কোপ’ এবং ‘সুতোর সেতার’। সবান্ধব সম্পাদনা করেন ‘জংশন@জাঙ্গিপাড়া’ পত্রিকা। নিজের গ্রাম নিয়ে লিখেছেন গদ্যের বই ‘জাঙ্গিপাড়ার গল্প’।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

গালিব উদ্দিন মণ্ডলের কবিতা

India’s First Bengali Daily Magazine. চিঠির দ্বিতীয় শব্দটি/ শ্রীচরণেষু।/ আমি তো মানি সখা কবিতার প্রতিটি চরণ, তোমারই চরণ।/ আমাদের ক্রাচ লাগে না। আমাদের ওয়াকার নেই। ডাকঘরের ফকির বলেছিলেন আমাদের কোনওদিন বাত হবে না। এইসব বাতচিত চিৎ হয়ে শুয়ে আছে বকুলতলায়।/
যা দিনকাল পড়েছে। পায়ে পায়ে গোয়েন্দা প্যারোডি পিলে চমকায়।/ দারা সিং ডাকাতের কাছে রণ-পা চেয়ে নিলে সূর্য ঘুরে আসতে পৃথিবীর দিন দশেক সময় লাগবে। সূর্যের সিন্দুকে আগুনের খাজানা।

Read More »

লিলিপুটের লেখার টেবিল অথবা নকুলদানার জাহাজ

ভেসে আসছে গুলজারের গলা, হাওয়া, মাস্তুল/ উঠে পড়লেই হয় শেষ নৌকাটি, পালতোলা/ পাহাড়ের পাদদেশে রেখে এসো পাষাণ প্রাণ//
কোথা আছে শান্তিজল, আছে কোথা বরফবৃক্ষ/ তার কাজলজ্বর মেপে দেখার মুহূর্তরা অদেখা// শেকল তুলে বেরিয়ে এসেছে খালি পা/ ঘুঙুরও জানে শব্দহীন চলে যাওয়া।

Read More »