জয়ন্ত সরকার
জয়ন্ত সরকার প্রযুক্তিবিদ, ম্যানেজমেন্ট প্রশিক্ষিত ও সাহিত্যসেবক। বর্তমানে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত। কবিতা লেখার মাধ্যমে সাহিত্যজগতে প্রবেশ করলেও প্রবন্ধ, গল্প ও নানাবিধ গদ্য রচনায় নিজেকে ব্রতী রেখেছেন। পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে যশস্বী মানুষজনের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতার কথা লিখে চলেছেন বিভিন্ন পত্রপত্রিকায়। তাঁর কাব্যগ্রন্থগুলি ‘হরিণবনের মেয়ে’, ‘মরূদ্যান দেখা যাচ্ছে’, ‘ক্যানভাসে নিজস্ব ভ্রমণ’, ‘দশাবতারজন্ম’, ‘পুরাণে আমি যা লিখেছি’, ‘ভাবো অন্যভাবে’। ‘সাহিত্যের জ্যোতিষ্করা— আলোয় ও অক্ষরে’ তাঁর গদ্যসংগ্রহ।