শৌভিক আদকের কবিতা
India’s First Bengali Story Portal. গঙ্গার পাড়ে বসে/ যখন মৃত্যুর কথা ভাবছিলাম/ চ্যাপলিন এসে বসেছিল পাশে/ বলেছিল—/ পৃথিবীতে কোনও কিছুই স্থায়ী নয়/ এমনকি তোমার দুঃখগুলোও// চ্যাপলিন/ তার লাল ক্ষতগুলো/ সাদা রঙে ঢেকে নিয়েছে বারবার// দর্শক আসনে বসে, আমি/ সেই বন্দি ক্ষতগুলোর হাহাকার শুনেছি