কুণাল বিশ্বাস
কুণাল বিশ্বাসের জন্ম ২৭ মার্চ, ১৯৯১। কবি বিনয় মজুমদারের স্মৃতিপুষ্ট ঠাকুরনগরে বাড়ি। কারিগরী বিদ্যায় স্নাতক, পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দফতরে কর্মরত। প্রিয়: কলনবিদ্যা, স্বদেশ সেন, রাহুল দেববর্মণ ও পশ্চিম ইয়োরোপীয় চিত্রকলা। 'এই সময়' কাগজে রিপোর্টাজ, 'কৌরব অনলাইন', 'এই সহস্রধারা', 'হাওয়া ৪৯' পত্রিকায় গল্প, 'ভাষালিপি', 'সর্বনাম', 'অহিরা' ও 'কবিয়াল' পত্রিকা এবং 'চার নম্বর প্ল্যাটফর্ম', 'আপনপাঠ', 'চলভাষ', 'যাপনচিত্র' ও 'তবুও প্রয়াস' ওয়েবজিনে কবিতা এযাবৎ প্রকাশিত। কবিতার বই: ‘ভ্যান গঘের প্রিয় রঙ’ (ভাষালিপি)।