Search
Generic filters
Search
Generic filters
কুণাল বিশ্বাস

কুণাল বিশ্বাস

কুণাল বিশ্বাসের জন্ম ২৭ মার্চ, ১৯৯১। কবি বিনয় মজুমদারের স্মৃতিপুষ্ট ঠাকুরনগরে বাড়ি। কারিগরী বিদ্যায় স্নাতক, পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দফতরে কর্মরত। প্রিয়: কলনবিদ্যা, স্বদেশ সেন, রাহুল দেববর্মণ ও পশ্চিম ইয়োরোপীয় চিত্রকলা। 'এই সময়' কাগজে রিপোর্টাজ, 'কৌরব অনলাইন', 'এই সহস্রধারা', 'হাওয়া ৪৯' পত্রিকায় গল্প, 'ভাষালিপি', 'সর্বনাম', 'অহিরা' ও 'কবিয়াল' পত্রিকা এবং 'চার নম্বর প্ল্যাটফর্ম', 'আপনপাঠ', 'চলভাষ', 'যাপনচিত্র' ও 'তবুও প্রয়াস' ওয়েবজিনে কবিতা এযাবৎ প্রকাশিত। কবিতার বই: ‘ভ্যান গঘের প্রিয় রঙ’ (ভাষালিপি)।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

কুণাল বিশ্বাসের কবিতাগুচ্ছ

India’s First Bengali Daily Magazine. ওকে তো বাতাস দেব, আর দেব খলিল আতর/ পুরুষ বুকের থেকে সিকিভাগ ভয় খুলে নেব/ ভাবে সে মুদ্রায় জয়ী, আড়াআড়ি নদী পার হবে/ পিছনে স্যাঙাত ডাকু ধেয়ে পরপার// নদী শেষ হয়ে গেলে মাটির কোদাল বিবরণ/ ডাকুরাও নেই, ওদের শবের কাছে/ মধ্যাহ্ন চিলের ডাক, রমণ আসলে শুরু/ আসল নদীর শেষে মোহনার গ্রাম/ পরীদল মুখোমুখি চিৎ হয়ে আছে

Read More »

বিনিদ্র রাত্রির পরে

India’s First Bengali Daily Magazine. ‘অঘ্রানের অনুভূতিমালা’ বাংলা সাহিত্যের সবচেয়ে আন্ডাররেটেড কাব্যগুলোর একটা। ছ’টি দীর্ঘ কবিতা। আপাতভাবে মহাপয়ারে বাঁধা সঙ্গমের বর্ণনা। এই বই বাজারসফল নয়। অথচ এমনই কাব্য যাকে অনায়াসে ‘ত্রিপিটক’-এর পাশে রেখে পড়া যায়, বাউলের দেহতত্ত্ব দিয়ে যাচাই করে দেখা যায়। এই ছ’টি দীর্ঘকবিতা এক কালসীমাবৃত্ত, যার ভিতর চব্বিশ ঘণ্টা লুকিয়ে আছে। আর আছে বিন্যস্ত সরল স্ট্রিম অফ কনশাসনেস।

Read More »

কুণাল বিশ্বাসের কবিতাগুচ্ছ

হে গভীর শ্বেত, পাঠাও হারানো লেখা/ আমার জানালা ভাল নেই/ ভোরের বদলে খাকি রোদের সকাল/ দরজায় ফাঁকে// কে চায় ফলবিহীন গাছ/ রৌদ্র, মেলে দেওয়া গামছায়/ সব ঘাম থিতু হয়ে আছে// কে দেবে গোপন খামে লিখে/ জলচিঠি, বিছে মেঘ, শেষ জুনিপার

Read More »