কুণাল বিশ্বাসের কবিতাগুচ্ছ
India’s First Bengali Daily Magazine. ওকে তো বাতাস দেব, আর দেব খলিল আতর/ পুরুষ বুকের থেকে সিকিভাগ ভয় খুলে নেব/ ভাবে সে মুদ্রায় জয়ী, আড়াআড়ি নদী পার হবে/ পিছনে স্যাঙাত ডাকু ধেয়ে পরপার// নদী শেষ হয়ে গেলে মাটির কোদাল বিবরণ/ ডাকুরাও নেই, ওদের শবের কাছে/ মধ্যাহ্ন চিলের ডাক, রমণ আসলে শুরু/ আসল নদীর শেষে মোহনার গ্রাম/ পরীদল মুখোমুখি চিৎ হয়ে আছে