আরোহী
বরফ শিখরে গলা বরফের বেশে
জনাদেশ, সমতল গ্রাম
ধুয়েমুছে যাব
বলয়ের কথাগুলো ভুলে
যেমন উতল ঢাল, ভেড়াগুলো পথ করে আছে
বুড়ো কথকের বেশে যাব
হাওয়ায় ফলক পড়া ভোরে
অথবা পুরাণ মেনে ঘোড়ায় সামিল
প্রতিপদে ভয় বুঝি এই খিদে এল
পথটুকু শেষ হয়ে এল এই সমুখ ঝিলম
*
একাঙ্ক
সমতলে যারা আজ পাথর জাগাবে
নাম ধরে ডাকি
ওদের কথায় যেন হয়
শরবন চেনা, আড়ালে ঝোপের টান
পাখি নামে কবুতর ওড়ে
কেননা বাতাস
যখন ঘুড়ির সুতো ওঠে বিকেলের
চকিত মেঘের ডাকে কালো
বনের কাঠুরে
ছুটে আসে দূরে ঠেলে সমস্ত কুঠার
*
তাম্রলিপি
ওকে তো বাতাস দেব, আর দেব খলিল আতর
পুরুষ বুকের থেকে সিকিভাগ ভয় খুলে নেব
ভাবে সে মুদ্রায় জয়ী, আড়াআড়ি নদী পার হবে
পিছনে স্যাঙাত ডাকু ধেয়ে পরপার
নদী শেষ হয়ে গেলে মাটির কোদাল বিবরণ
ডাকুরাও নেই, ওদের শবের কাছে
মধ্যাহ্ন চিলের ডাক, রমণ আসলে শুরু
আসল নদীর শেষে মোহনার গ্রাম
পরীদল মুখোমুখি চিৎ হয়ে আছে