সুজিত বসুর কবিতাগুচ্ছ


সুজিত বসু
India's First Bengali Story Portal. কোথাও কেমনভাবে স্বর্ণরেণু কুহেলির মতো/ স্তূপময় জমেছিল, জলধারা বর্ষাকণা মেঘময়তার/ প্রান্তে এসে পড়ে থাকে, ওই তার স্তনচূড়ো, যেন ক্ষয় তার/ ধূম হয়ে ঝরে পড়ে, ঝরোঝরো নম্র অবনত/ ভারে ভারে ভরে থাকা এ মেদুর পরাবৃত্ত গোল বৃত্তাকার/ ফলানো ছুরির নিচে ফুলে থাকে, যেন তার কত/ আদরে আদুর হয়ে ভরে থাকা, ভরে থাকা কোমল সংখ্যার/ শঙ্খধ্বনি বেজেছিল, কোমল লাবণ্য গন্ধ আলোর সন্তত/ এভাবে বঙ্কিম হয়ে অস্পষ্ট আভাস হয়, কোমল পাতার/ নৌকো কবে ভেসে গেছে মায়ার কুয়াশাপুরে চূর্ণ পরাহত।