জুয়েল মাজহারের কবিতা


জুয়েল মাজহার
India's First Bengali Daily Magazine. অনেক ঋতু আর আগুনজল ডিঙিয়ে/ তোমার হেমন্ত-নিবিড় গ্রামে এসে দাঁড়ালাম;// আসন্ন শীতকে জয় করবার জন্য/ তোমার কাছে চাইতে এলাম স্পর্শ ও স্ফুলিঙ্গ// এসে দেখি, ভাঁড়ারে খিল আঁটা। আর/ ফটকের চারপাশে গনগনে কামারশালা;/ যা আমার ডানাগুলোকে পুড়িয়ে দিতে/ হাপরের মুখে আগুন নিয়ে অপেক্ষা করছে// তাই কিছু না বলে/ তোমার রম্যগৃহের সীমানা থেকে সরে এলাম