অরন্ধন
সেজেগুজে সুবাসিনি, আলুথালু থাকি না তো আর। তুমি কি তবুও আজ চিনে নেবে? কবেকার এলোমেলো মন। ছোট একটি মেয়ে এসে বলেছিল জানো, কাঠের আগুনে যদি খাসি রাঁধা হয়, সে তাহলে আহ্লাদে, পূর্ণিমা চাঁদ। সেই থেকে আমি খালি অমাবস্যা হলে, কাঠের আগুনে জাল দিতে থাকি, নোনা নোনা থকথকে আমাদের স্মৃতি। মাংসও জাল দিই, ভাল করে নাড়ি, তবুও ভুলি না আমি পূর্ণিমা স্বাদ।
আলো এসে গেলে বুঝি ঢাকা পড়ে যায়?
পুরনো ঝড় জল, প্রেমিক বিবাদ!
দারুণ