Search
Generic filters
Search
Generic filters
সায়ন্তনী বসু চৌধুরী

সায়ন্তনী বসু চৌধুরী

সায়ন্তনী বসু চৌধুরীর জন্ম কলকাতায়। বর্তমানে পেশা ও বিবাহসূত্রে প্রবাসী। স্কুলজীবন থেকে লেখালিখির শুরু। ২০০৭-২০০৮ থেকে বিভিন্ন লিটল ম্যাগাজিনে কবিতা ও গদ্য প্রকাশ পেতে থাকে। বিগত বছরগুলোতে আনন্দবাজার পত্রিকা, আনন্দমেলা, উনিশ কুড়ি, সানন্দা, বিকেলের প্রতিদিন, আজকাল, একদিন, যুগশঙ্খ, ফেমিনা, এই সময়, কথাসাহিত্য, লংজার্নি, গৃহশোভা, জাগো বাংলা, ভাষানগর ইত্যাদি নানা সংবাদপত্র ও পত্রপত্রিকায় লিখেছেন। একাধিক কবিতা ও গল্পসংকলন প্রকাশিত।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ছোটগল্প: অন্য সমীকরণ

ভালভাষা উৎসব সংখ্যা ২০২৩|| তুহিনার হাতে চওড়া স্ক্রিনের অতি আধুনিক সেলফোন। একটা ছবি মৃণালের নাকের ডগায় তুলে ধরেছিল মেয়েটা। মৃণালের পাদুটো থরথর করে কাঁপছিল। তার মা একটা রেস্টুরেন্টে বসে রয়েছে সুশোভন আঙ্কলের সঙ্গে। দুজনেরই মুখে হাসি, হাতে হাত। বুঝতে খুব একটা অসুবিধা হয়নি মৃণালের। লিখেছেন সায়ন্তনী বসু চৌধুরী।

Read More »

ছোটগল্প: উড়ান

India’s First Bengali Daily Magazine. হলঘরের জানলা থেকে টিনটিনদের ছাদের দিকে তাকাল বিশাখ। এই তো ক’মাস আগে দেখা সেই শ্যামলা পরিটা এখন বেসিনের সামনে দাঁড়িয়ে হাতের তালুতে সাবান ঘষছে। এইবার হয়তো টুপ করে ঢুকে পড়বে বড়সড় একটা রঙিন সাবানের ফেনার ভিতরে! বিশাখের চোখের সামনেই উড়ে উড়ে বেড়াবে। তারপর জানলা গলে টিনটিনদের খোলা ছাদ, ছাদ পেরিয়ে নীল আকাশ, আকাশপথে একলা চাঁদকেও ছুঁয়ে ফেলতে পারে। দুবাইতে বসে পুপুলি কি দেখতে পাবে ঝুমকোর এই উড়ান?

Read More »

প্রত্যাবর্তন

India’s First Bengali Daily Magazine. বিরূপাক্ষর সঙ্গে শেষ দেখার বিকেলটা ছিল অদ্ভুত। রোদের পড়ন্ত আলো গায়ে মেখে টিপটিপ জল ঝরছিল অবিরাম। বুদ্ধিমান ছেলেটাকে বোঝানোর মত কোনও যুক্তি সাজাতে পারছিল না টুয়া। আনমনে তাকিয়ে ছিল সুমেলিদের আমবাগানের দিকে। সবুজ বলে সবুজ! ঝড়বাদলের দিনে বাগানটা কেমন ঘোর কালচে লাগে। আর অন্যরকম বিকেলগুলোতে লাগে রহস্যময়। বাইরে থেকে বোঝা যাবে না কী আছে ভেতরে! টুয়াও নিজেকে সাজাচ্ছিল যাতে বাইরে থেকে ওর অন্তরের কান্না, ক্ষত কিছুই দেখা না যায়।

Read More »