ভালভাষা উৎসব সংখ্যা ২০২৩|| পিয়াস মজিদের কবিতা।
India’s First Bengali Daily Magazine. আরও অন্ধকারে যাব/ এতটুকুতে হয় নাকি?/ তুমি এলে যতটুকু আলো/ তাতে মেশা গয়নার গন্ধ;/ চাইলে চলে যাও,/ যেকোনো গমনপথে/ সোনার ধুলো লেগে থাকে।/ জীবনের রঙ্গপুরে ঘুরেফিরে/ কালারব্লাইন্ড কুত্তারা/ এখনও ‘মানুষের চোখ’ বলে/ কীসের মাতাল মহড়া দেয়!/ অথচ জানি তো/ দৃষ্টি-দালালের দেশে দুর্লভ অমলিন অন্ধের আভা।
India’s First Bengali Daily Magazine. গরমে চর্বিবহুল গলে যায় যে গান/ সুরের নালায়/ দীর্ঘজীবনের বাঁকগুলো/ লিরিক্যাল বীর্যবান/ তোমার মক্কেল/ তার তানহা ধরে রাখবে/ ওটিটির আত্মা/ রক্তপাত ছাড়া এই তথৈবচ প্রেম/ বৃষ্টি এলে যে ‘বৃষ্টি’ নামের হারানোদের মনেই পড়বে/ এমন না যেহেতু,/ চিকা-মারা দেয়ালের/ গা-গতর থেকে উদ্ধার করা/ একাদশ পার্টি কংগ্রেস/ বিপ্লব ভিজে যাচ্ছে আপাতত/ যারেই পুড়তে দ্যাখো/ শেষপর্যন্ত জ্বলে শুধু/ আগুনের অন্তর/ ‘১২ই মে’ শুনে/ কাকে মার্ক দেবে বেশি/ পিটার স্টারস্টেড নাকি অঞ্জন/ যাকে তুমি বয়ে নিয়ে বেড়াচ্ছ/ এ শহরে/ সে আসলে তোমার কবর।