আরও অন্ধকারে
আরও অন্ধকারে যাব
এতটুকুতে হয় নাকি?
তুমি এলে যতটুকু আলো
তাতে মেশা গয়নার গন্ধ;
চাইলে চলে যাও,
যেকোনো গমনপথে
সোনার ধুলো লেগে থাকে।
জীবনের রঙ্গপুরে ঘুরেফিরে
কালারব্লাইন্ড কুত্তারা
এখনও ‘মানুষের চোখ’ বলে
কীসের মাতাল মহড়া দেয়!
অথচ জানি তো
দৃষ্টি-দালালের দেশে দুর্লভ অমলিন অন্ধের আভা।
আমি একটু ব্যস্ত
একটু পর কবরে ঢুকব,
এর আগে ঢাকার শহর হাঁটব
হাঁটতে সময় মনে করব,
এতকাল আমার জুতারা
মাটিকে দিয়েছে কি
তারে মাড়ানোর কর?