ষড়যন্ত্র
মানুষের দুনিয়ায় দারিদ্র্য দূর হয়ে গেলে
মহাজগতের ভারসাম্য রক্ষা করতে
পরিরা গরিব হয়ে যায়।
গোলা আর গোয়ালভরা চোখ মেলে
মানুষের বাচ্চারা দেখে
না খেতে পেয়ে কীভাবে
মরে পড়ে থাকে
পরির পাল!
পরিরা মরে না
জিন্দা মানুষের ভেতরে ঢুকে ধান্দায় থাকে
মানুষের ধনদৌলত হাত করে পৃথিবীরে কীভাবে
পরিস্থান বানানো যায়!