Search
Generic filters
Search
Generic filters
হামিরউদ্দিন মিদ্যা

হামিরউদ্দিন মিদ্যা

হামিরউদ্দিন মিদ্যার জন্ম বাঁকুড়া জেলার সোনামুখীতে। বাংলার নবীন গল্পকারদের মধ্যে তাঁর নাম উল্লেখযোগ্য। বিভিন্ন পত্রপত্রিকায় প্রায় নিয়মিত প্রকাশ পায় তাঁর গল্প। তাঁর একমাত্র প্রকাশিত গল্পগ্রন্থ ‘আজরাইলের ডাক’। বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রদত্ত ইলা চন্দ পুরস্কারে ভূষিত হয়েছেন।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ছোটগল্প: মনোয়ারা বিবির দিনকাল

India’s First Bengali Daily Magazine. চাঁদের আলো তালপাতার সড়কের ফাঁক দিয়ে চুরি করে ঢুকে পড়েছে ভেতরে। এক অদ্ভুত আলোছায়ার পরিবেশ গড়ে ওঠেছে। বুলুর এইভাবে হাত ধরার ইঙ্গিত মনোয়ারা বুঝে। মনের ভেতর জিইয়ে রাখা গোপন ইচ্ছাটাকে নিজেও প্রকাশ করে ফেলল। ভেতর থেকে বাঁশের দরজাটা বন্ধ করে দিল মনোয়ারা। চাঁদের আলো-আঁধারিতে প্রকৃতি আর শরীরের এক অসীম অনন্ত লীলা রহস্যের খেলায় মেতে উঠল দুটি প্রাণী। শিরীষ গাছের মাথার ওপর থেকে ডাগরপারা চাঁদটা লজ্জা পেয়ে অনেকটা দূরে সরে পড়েছে।

Read More »