ছোটগল্প: মনোয়ারা বিবির দিনকাল
India’s First Bengali Daily Magazine. চাঁদের আলো তালপাতার সড়কের ফাঁক দিয়ে চুরি করে ঢুকে পড়েছে ভেতরে। এক অদ্ভুত আলোছায়ার পরিবেশ গড়ে ওঠেছে। বুলুর এইভাবে হাত ধরার ইঙ্গিত মনোয়ারা বুঝে। মনের ভেতর জিইয়ে রাখা গোপন ইচ্ছাটাকে নিজেও প্রকাশ করে ফেলল। ভেতর থেকে বাঁশের দরজাটা বন্ধ করে দিল মনোয়ারা। চাঁদের আলো-আঁধারিতে প্রকৃতি আর শরীরের এক অসীম অনন্ত লীলা রহস্যের খেলায় মেতে উঠল দুটি প্রাণী। শিরীষ গাছের মাথার ওপর থেকে ডাগরপারা চাঁদটা লজ্জা পেয়ে অনেকটা দূরে সরে পড়েছে।