Search
Generic filters
Search
Generic filters
জুয়েল মাজহার

জুয়েল মাজহার

জুয়েল মাজহারের জন্ম বাংলাদেশের নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার গড়াডোবা ইউনিয়নের সাখড়া গ্রামে৷ বন্ধু শিরিন সুলতানা ও পুত্র অর্ক মাজহারের সঙ্গে থাকেন ঢাকায়৷ পেশা সাংবাদিকতা৷ কৈশোরে নিরুদ্দেশযাত্রা। দীর্ঘ ভবঘুরে জীবন৷ যৌবনের একটা বড় অংশ কেটেছে বৃহত্তর সিলেটের পাহাড়ে৷ লেখেন মূলত কবিতা৷ কালেভদ্রে সাহিত্যশিল্প বিষয়ে গদ্যও লেখেন৷ বিচিত্র বিষয়ে প্রচুর অনুবাদও করেন ইংরেজি থেকে বাংলায় আর বাংলা থেকে ইংরেজিতে৷ তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ‘দর্জিঘরে একরাত’, ‘মেগাস্থিনিসের হাসি, ‘দিওয়ানা জিকির’, ‘নির্বাচিত কবিতা’, ‘রাত্রি ও বাঘিনী'। অনুবাদগ্রন্থ: নোবেলজয়ী সুইডিশ কবি টোমাস ট্রান্সট্রোমারের বাছাই করা কবিতার অনুবাদ সংকলন ‘কবিতার ট্রান্সট্রোমার’, প্রাচীন কাল থেকে আধুনিক কাল পর্যন্ত বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ ২০০ কবিতার অনুবাদগ্রন্থ ‘দূরের হাওয়া’। পেয়েছেন দুই বাংলার কয়েকটি পুরস্কার ও সম্মাননা।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

জুয়েল মাজহারের কবিতা

India’s First Bengali Daily Magazine. অনেক ঋতু আর আগুনজল ডিঙিয়ে/ তোমার হেমন্ত-নিবিড় গ্রামে এসে দাঁড়ালাম;// আসন্ন শীতকে জয় করবার জন্য/ তোমার কাছে চাইতে এলাম স্পর্শ ও স্ফুলিঙ্গ// এসে দেখি, ভাঁড়ারে খিল আঁটা। আর/ ফটকের চারপাশে গনগনে কামারশালা;/ যা আমার ডানাগুলোকে পুড়িয়ে দিতে/ হাপরের মুখে আগুন নিয়ে অপেক্ষা করছে// তাই কিছু না বলে/ তোমার রম্যগৃহের সীমানা থেকে সরে এলাম

Read More »

জুয়েল মাজহারের কবিতাগুচ্ছ

India’s First Bengali Story Portal. প্রতিটি আলাদা রকম জঙ্গলে/ পূর্বপুরুষের আদিম শীতার্ত রাতে/ উষ্ণতার প্রয়োজনে নাচ// দলছুট একাকী জন্তুর কান্না/ লোমশ বাহুতে মাথা কাত করে থাকা— আর// আধখাওয়া ফলের ম্যাজিক ভুলে/ গাছেদের আকৃতি, রূপ, রঙের পরীক্ষা নিতে// বুটজুতা পায়ে আমি/ বায়ু-স্ফোটকের গ্যাসীয় বলের মতো/ শব্দহীন দ্রুত যাব জন্তুদের ছায়ার পেছনে

Read More »