জুয়েল মাজহার
জুয়েল মাজহারের জন্ম বাংলাদেশের নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার গড়াডোবা ইউনিয়নের সাখড়া গ্রামে৷ বন্ধু শিরিন সুলতানা ও পুত্র অর্ক মাজহারের সঙ্গে থাকেন ঢাকায়৷ পেশা সাংবাদিকতা৷ কৈশোরে নিরুদ্দেশযাত্রা। দীর্ঘ ভবঘুরে জীবন৷ যৌবনের একটা বড় অংশ কেটেছে বৃহত্তর সিলেটের পাহাড়ে৷ লেখেন মূলত কবিতা৷ কালেভদ্রে সাহিত্যশিল্প বিষয়ে গদ্যও লেখেন৷ বিচিত্র বিষয়ে প্রচুর অনুবাদও করেন ইংরেজি থেকে বাংলায় আর বাংলা থেকে ইংরেজিতে৷ তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ‘দর্জিঘরে একরাত’, ‘মেগাস্থিনিসের হাসি, ‘দিওয়ানা জিকির’, ‘নির্বাচিত কবিতা’, ‘রাত্রি ও বাঘিনী'। অনুবাদগ্রন্থ: নোবেলজয়ী সুইডিশ কবি টোমাস ট্রান্সট্রোমারের বাছাই করা কবিতার অনুবাদ সংকলন ‘কবিতার ট্রান্সট্রোমার’, প্রাচীন কাল থেকে আধুনিক কাল পর্যন্ত বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ ২০০ কবিতার অনুবাদগ্রন্থ ‘দূরের হাওয়া’। পেয়েছেন দুই বাংলার কয়েকটি পুরস্কার ও সম্মাননা।