Search
Generic filters
Search
Generic filters
রবীন বসু

রবীন বসু

রবীন বসুর জন্ম দক্ষিণ ২৪ পরগনায়। কলেজ জীবন থেকে লেখালেখি শুরু। প্রথম কবিতা অশোক সেন সম্পাদিত ‘বারোমাস’ পত্রিকা ও গল্প ‘নবকল্লোল’ পত্রিকায় প্রকাশিত হয়। বাংলা ভাষায় প্রকাশিত প্রায় সব পত্রপত্রিকা ও দৈনিক সংবাদপত্রের রবিবারের পাতায় লেখকের লেখা প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ৮টি, গল্পগ্রন্থ ৩টি ও উপন্যাস ১টি। সংকলিত গ্রন্থ প্রায় ৫০টি এবং সম্পাদিত গ্রন্থ ৪টি। গল্পের জন্য পেয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা সেরা গল্পকার, মহাশ্বেতা দেবী স্মৃতি পুরস্কার, প্রভাতকুমার সরকার স্মৃতি পুরস্কার প্রভৃতি। কবিতার জন্যও পেয়েছেন একাধিক পুরস্কার ও সারা জীবনের সাহিত্য চর্চার জন্য দুটি জীবনকৃতি সম্মাননা।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ছোটগল্প: সখি, বহে গেল বেলা

India’s First Bengali Daily Magazine. সুধার গাওয়া একটা গান মেয়েকে দিয়ে সিডি থেকে ল্যাপটপ থ্রু ইউএসবি করে মোবাইলে রিংটোন করে নিয়েছেন আদিত্য। কেউ ফোন করলে বাজে। তখন সুধার কথা মনে পড়ে। বিষণ্ণতা কিছুটা কমে। তবু যখন ফার্ন রোডের বাড়িতে ছিলেন, মনে হত কলকাতা। বন্ধুদের মধ্যে আছেন। নিজেদের বাড়ি আর সুধার স্মৃতি মেখে আছেন। কিন্তু এখন মনে হয় যেন কলকাতার বাইরের আর এক কলকাতা। একে ঠিক চেনেন না। ঝাপসা। জীবনানন্দের সেই দূরতর দ্বীপের মত।

Read More »

রবীন বসুর কবিতা সিরিজ: আত্মদগ্ধ ছাই

India’s First Bengali Story Portal. একটি গাছের ছায়ায় প্রেম এসে বসে/ একদিন ইস্কুল-ফেরতা পথের ধুলোয়/ প্রেম হেঁটে গিয়েছিল;// এখন দু’জনে দুই বারান্দায় চাঁদ দেখি/ দু’টি অন্য বিছানায় শুই/ দেওয়ালের দিকে পাশ ফিরে/ দু’টি ভিন্ন পৃথিবীর জলজ গন্ধ পাই…// কোনও সাঁকো খুঁজে পাইনি আজও/ যা পার হলে প্রেম অগস্ত্যযাত্রা থেকে ফেরে!

Read More »