Search
Generic filters
Search
Generic filters
তীর্থঙ্কর মৈত্র

তীর্থঙ্কর মৈত্র

তীর্থঙ্কর মৈত্র কবি ও গীতিকার। একদা সম্পাদনা করেছেন 'বিনয় পরিমণ্ডল' ও 'অনুরাধা' পত্রিকা। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ 'হে মেঘের ভাস্কর্য', 'সমুদ্রের বিস্তারের মতো তুমি', ‘রানু এক জ্বর', 'বৃষ্টির ভালো হোক', ‘বসন্তের গিটার', 'শালিকের ঠোঁটে খড়', 'এসেছে নতুন ঘোড়া', ‘‘তুমি আর 'না' করো না’’, ‘রানু তুমি আজও আলো'।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

তীর্থঙ্কর মৈত্রর কবিতাগুচ্ছ

India’s First Bengali Daily Magazine. কত আকাশের জন্ম প্রতিদিন, জন্ম হয় কত অনন্তের;/ কত প্রজাপতি কাজ করে চলে, ফুল ফোটে, কত যে রঙের;/ কে জানে, কে রাখে সে হিসাব, খোঁজ? হলুদের পাশেতে কোন রং/ ভাল লাগে, কার পাশে কী মানায়, মনে এসে কে জানায়, কে জানে!/ বুঝি সে সুন্দর? তার আছে যে অন্তর, সে না জানালে কী করে জানি?/ আজন্ম যা বোঝায় সে, তাই বুঝি, খোঁজালেই খুঁজি তাকে আমি

Read More »

তীর্থঙ্কর মৈত্রের একগুচ্ছ কবিতা

চারিদিকে কোলাহল, জগতে বিমান উড়ানের ফলে/ তোমার এই ‘মুক্ত’ ভাব, আগন্তুক এক যেন চিরকাল;/ আকাশের এই নীল তাঁবুর আশ্রয়ে সে তো ঊর্ধ্বগামী—/ এ কথা চড়াই পাখি বোঝে বলো, বোঝে? শুধু তার ডালে/ উড়ে এসে বসে ভাবে— ‘তারা মুক্ত সব আকাশের তলে।’/ ডানার বাতাসে ঝরা পাতা সে কি ভাবে মনে মনে— ‘মুক্ত’?/ পাতাকুড়ানির মেয়ে, নিয়ে যায় তাকে দেখো— সেও সুখী।/ ভাত ফোটে মনে তার, শীতের সন্ধ্যায়, মাটির উনুনে।

Read More »