Search
Generic filters
Search
Generic filters
বিজয় সিংহ

বিজয় সিংহ

বিজয় সিংহের জন্ম জামশেদপুরে। বাস কলকাতায়। শিক্ষা এমএ, পিএইচ ডি। পেশা অধ্যাপনা। কবিতা রচনার পাশাপাশি কবিতা বিষয়ক গদ্যও লেখেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলি হল: ‘অযুত মায়াবী ধান্য’, ‘প্রেমিক প্রণীত’, ‘নীল হারমোনিয়াম’, ‘প্রলয়ের পাঁচ মুহূর্ত’, ‘সন্ধের পরের কবিতা’, ‘কবীরের সঙ্গে চারফর্মা’, ‘অতটা মধুর নয় কেকা’। গদ্যগ্রন্থ: ‘সুভাষ মুখোপাধ্যায়: পদাতিক কবি’, ‘রক্তিম কবিতা’। পেয়েছেন বীরেন্দ্র পুরস্কার, অমিতেশ মাইতি স্মৃতি পুরস্কার প্রভৃতি।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বিজয় সিংহের কবিতা

India’s First Bengali Daily Magazine. নিজেই নিজের টুঁটি কামড়ে ধরতে/ চেয়েছি এ মধ্যরাতে কিন্তু/ বেইকুফ আমি জানিই না রাত/ তার নাভিমূল কোথায় রেখেছে; অসময়/ আমাকে শকটে তুলে ছুড়ে দেয়/ যে অলঙ্ঘ সরোবরে, তার জল/ দৈবী অভিশাপে শুকিয়ে গিয়েছে/ জলস্পর্শহীন সংক্রান্তির এই ব্রিজ একা বিষাদিত আর/ রাত্রির পাখিরা বোঝে রাত, টুঁটি, সরোবর/ সমাচ্ছন্ন হলে বৃষ্টি নামে; মাতাদোর/ বৃষ্টিদের জড়ো করে কজরিতে ঢুকেছি, তত বদ্রা সঁইয়া ঘন্‌ঘোর মিতুয়াদি শব্দেরা শববাহী নৌকো হয়; ভাসে হৃদিতে; মল্লার

Read More »