সীতাকুণ্ড : দোজখ, দোজখ


মলয়চন্দন মুখোপাধ্যায়
India's First Bengali Story Portal. কথা ছিল লাল ও হরিৎ রং নিয়ে কাজ সেরে পিতা ফিরবেন/ এশার নামাজ শুরু হওয়ার আগেই,/ শিশুকন্যা আসন্ন আষাঢ়ের মেঘ আঁকবে,/ দিঘিতে সাঁতার দেবে ডাহুক, এ-ও ইচ্ছে তার।/ লাজুকতার মত বউ বলেছিল,/ জায়ফল না-ই হোক, না-ই হোক চিনির গুঁড়া আতপের চাল,/ লবঙ্গ-এলাচ এনো, সামান্য খয়েরিরঙা ঘি-ও, মোরগ-পোলাও হবে।/ কাল রাতে তৃতীয়ার চাঁদে রাঙা বাতায়ন থেকে/ শাওয়াল মাসের সুরভিতে ঝুমকোলতা পেড়ে এনে পরিয়েছ আমার দু’কানে/ মধুমাখা প্রতিদান তার।