
মালবিকা মল্লিকের গুচ্ছ কবিতা
গহীনে এক মেঘলা আকাশ থাক/ যে আকাশে আঁধার জুড়ে প্রেম/ অন্য আকাশে আলোর রোশনাই/ ভালবাসার হোক শহুরে লেনদেন।/ ভ্রান্ত ব্যাকুল উষ্ণতারা ঠোঁট মাপে/ পরিযায়ী কিছু পোশাকী বুনন বেচা/ বিচিত্র এই সেলুকাসের দেশে…/ মৃত সরোবরও বিশঙ্ক পাহাড়ি ঝোরা।