আকাশ সাহার গুচ্ছ কবিতা
তোমার কথা বলতে গেলে আরও শান্ত হয়ে যায় বেদনা// মানুষের এত বেশি আনন্দের ভিতরে কিছু অদ্ভুত দুঃখ থাকা ভাল// বিকেলে ছাদের উপরে লেবু গাছ জড়িয়ে থাকে গোটা শীতকাল// আমাদের দেবতার মন্দিরে পুজো শেষ হয়/ বেরিয়ে আসে কিশোর পুরোহিত// যারা নিঃশব্দে চলে যাওয়ার কথা বলে/ তাদের অনেক ভিতরে তোমার শরীর খুঁজে দেখি/ কেউ একজন ঝুঁকে রয়েছে// ঠান্ডা হাওয়ায় দেবতার চাতালে বসে আছি// ঘুম ভেঙে আবার তোমার কথা বলতে গেলে শান্ত হয়ে যায় সমস্ত ঘর।