কুণাল বিশ্বাসের কবিতাগুচ্ছ


কুণাল বিশ্বাস
হে গভীর শ্বেত, পাঠাও হারানো লেখা/ আমার জানালা ভাল নেই/ ভোরের বদলে খাকি রোদের সকাল/ দরজায় ফাঁকে// কে চায় ফলবিহীন গাছ/ রৌদ্র, মেলে দেওয়া গামছায়/ সব ঘাম থিতু হয়ে আছে// কে দেবে গোপন খামে লিখে/ জলচিঠি, বিছে মেঘ, শেষ জুনিপার