চৈতালী চট্টোপাধ্যায়ের কবিতা


চৈতালী চট্টোপাধ্যায়
India's First Bengali Daily Magazine. মা আসছে। শাদা হবে রক্তমাখা মন।/ খুনজখমের গায়ে জ্যোৎস্না পড়বে।/ গলি দিয়ে ঢুকছে যে সশস্ত্র কলোনি,/ মেন রাস্তায়, ভদ্র ফ্ল্যাটবাড়ি হয়ে বেরিয়ে আসবে।/ খিদে নেই, তেষ্টা নেই, দেবতা ও দেবকন্যারা ঘুরছে পথে।/ মাইকে মাইকে গান। কেউ কাউকে কুনজর দেবে না।