স্বরূপ মালের কবিতাগুচ্ছ
India’s First Bengali Daily Journal. আজ কি দখিনা বাতাস/ পাতা ঝরানো মর্মর শব্দ।// জাগে ছেলেবেলা— স্মৃতি// কোকিলের ডাকে যৌবন থমকে দাঁড়ায়/ রজতমূল্যে কেকা কি শোনা যায়?// যেন এক রসিকতা// নীলগিরি পর্বতের নীচে যেন আছে/ কৃষ্ণলীলার মিলনমেলা।