Search
Generic filters
Search
Generic filters
মধুপর্ণা বসু

মধুপর্ণা বসু

মধুপর্ণা বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলায় স্নাতকোত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.এড। কলেজ জীবন থেকে লেখালেখি শুরু। কলকাতা আলিপুর অঞ্চলে বাস। বিবাহ সূত্রে পারিবারিক ব্যবসা সিভিল ইঞ্জিনিয়ার ফার্ম-এর সঙ্গে যুক্ত। প্রধানত সোশ্যাল মিডিয়ায় লেখা থেকে পরিচিত হয়ে ওঠা। ২০১৯-এ প্রথম কবিতা সংকলন ‘মেঘের চিঠি’, ২০২২-এ দ্বিতীয় কবিতা সংকলন ‘মোহনার দিকে’ এবং ২০২৩-এ মুক্তগদ্য গ্রন্থ ‘ঝরা পাতার কথারা’ প্রকাশিত হয়েছে। আবৃত্তি, সঞ্চালনার কাজ তাঁর শখ।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মধুপর্ণা বসুর দুটি কবিতা

ভয় পেলে ভয়ংকর সত্যি ধারালো ছুরির মতো/ খুব সন্তর্পণে এফোঁড়ওফোঁড় তবুও অদৃশ্য ক্ষত,/ ছিঁড়ে ফেলে মধ্যদিনের ভাতকাপড়ে এলাহি ঘুম/ দিন মাস বছরের বেহিসেবি অতিক্রান্ত নিঃঝুম।/ গণনা থাক, শুধু বয়ে চলে যাওয়া স্রোতের মুখে/ কোনদিন এর উত্তর প্রকাশ্যে গাঁথা হবে জনসম্মুখে।/ ততক্ষণে তারাদের সাথে বুড়ি চাঁদ ডুবেছে এখন,/ খুঁজে নিতে পারঙ্গম দুদণ্ড লজ্জাহীন সহবাস মন।

Read More »

মধুপর্ণা বসুর কবিতাগুচ্ছ

India’s First Bengali Daily Journal. আমিও পাখির মতো স্বভাব উড়ুক্কু/ নিজে একলা রাত্রির কাছে নির্ঘুম,/ দোজখের চোরাপথে/ কাঁটাতার ছিঁড়ে ফেলে/ ঢুকেছি একবুক ভালবাসা নিয়ে,/ অপেক্ষার তারাদের সেই উষ্ণতা সুখ দিয়ে/ মৃত্যুর মতো ঠান্ডা হয়ে যাব অচিরেই,// হিমঘরে আজ নৈঃশব্দ্য নেই!// কারা যেন শ্রীনাথ নামে ডাকছে তোমায়,/ তুমিও খামখেয়ালি নিঠুর,// বধ্যভূমি কি পরিত্যাগ করে গেলে?

Read More »