মধুপর্ণা বসুর কবিতাগুচ্ছ


মধুপর্ণা বসু
India's First Bengali Daily Journal. আমিও পাখির মতো স্বভাব উড়ুক্কু/ নিজে একলা রাত্রির কাছে নির্ঘুম,/ দোজখের চোরাপথে/ কাঁটাতার ছিঁড়ে ফেলে/ ঢুকেছি একবুক ভালবাসা নিয়ে,/ অপেক্ষার তারাদের সেই উষ্ণতা সুখ দিয়ে/ মৃত্যুর মতো ঠান্ডা হয়ে যাব অচিরেই,// হিমঘরে আজ নৈঃশব্দ্য নেই!// কারা যেন শ্রীনাথ নামে ডাকছে তোমায়,/ তুমিও খামখেয়ালি নিঠুর,// বধ্যভূমি কি পরিত্যাগ করে গেলে?